নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের অধীনে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে বলেও মন্তব্য করেন তারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তারা বলেন, বিএনপিকে ভোটে টানতে সরকারের নতুন চক্রান্ত সফল হবে না। আন্দোলন চূডান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারের ফাঁদে পা না দিয়ে সতর্ক থেকে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা।
দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা।
আলোচনায় বিএনপি নেতারা বলেন, গেলো ১৪ বছরের অপশাসনে দেশে এখন গণতান্ত্রিক ধারা, মানবাধিকার, ভোটাধিকার অনুপস্থিত হয়ে পড়েছে। সরকার জনগণের মতামত উপেক্ষা করে ক্ষমতা ধরে রাখতে ষড়যন্ত্রের পথে হাঁটছে।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া কারারুদ্ধ, বিএনপির ৪০ লাখ নেতাকর্মী মামলার আসামি। সরকার ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়।
কোনো ছাড় নয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনের কথা জানান মির্জা ফখরুল। দাবি আদায়ে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা।
TH/sat