জমজমাট বার্লিন কার্নিভাল

প্রকাশিত: ২৯-০৫-২০২৩ ২০:৩৯

আপডেট: ২৯-০৫-২০২৩ ২০:৩৯

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে চলছে ২৫তম ‘কার্নিভ্যাল অব কালচার’। বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির মানুষ বার্লিনে এই সাংস্কৃতিক উৎসব উদযাপন করে। এবছরও ঐতিহ্যবাহী সব সাজসজ্জা ও শোভাযাত্রার মাধ্যমে উপস্থাপন করা হয় বিশ্বের বিভিন্ন শিল্প ও সংস্কৃতিকে। উৎসবটি দেখতে ভিড় করে লাখো দর্শনার্থী। শুক্রবার শুরু হওয়া চারদিনের এই উৎসব শেষ হবে আজ (সোমবার)। 

ঢাক-ঢোল পিটিয়ে ঐতিহ্যবাহী নানা পোশাকে রাস্তায় নেমেছে তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ। বিভিন্ন দেশের সংস্কৃতি শোভাযাত্রার মাধ্যমে তুলে ধরার এই আয়োজনকে বলা হয় ‘কার্নিভ্যাল অব কালচার’। জার্মানির বালিনের স্থানীয়দের কাছে যা ‘কার্নিভ্যাল ডের কলটুর’ নামে পরিচিত।

১৯৯৬ সাল থেকে বার্লিনে প্রতিবছর হয়ে আসছে বিশ্ব সংস্কৃতির এই আয়োজন। করোনার কারণে গত তিন বছর এই আয়োজন হয়নি। বিধি নিষেধ না থাকায় এবার জমকালো আয়োজনে মেতে উঠে সেখানকার অধিবাসীরা। এছাড়াও বিভিন্ন দেশ থেকে আসা উৎসবপ্রেমীরাও অংশ নেন আয়োজনে। 

শুক্রবার বার্লিনে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। প্রতিদিন শোভাযাত্রায় নিজ দেশসহ উপস্থাপন করা হয়েছে বিশ্বব্যাপী শিল্প ও সংস্কৃতিকে। এসময় ঐতিহ্যবাহী নাচ এবং কুচকাওয়াজ মুগ্ধ করে দর্শনার্থীদের। 

প্রতিবছরই এতে অংশগ্রহণ করে লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়াসহ বিভ্ন্নি দেশের সাংস্কৃতিক প্রতিনিধিরা। 

hasna/sat