চট্টগ্রাম প্রতিবেদক: বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ।
আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
স্বাধীনতা নারী শক্তি সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি চেরাগি পাহাড়-আন্দরকিল্লা-লালদীঘির পাড় প্রদক্ষিণ করে কোতোয়ালির মোড়ে এসে শেষ হয়।
মিছিলে সংগঠনটির নারী নেত্রী কর্মী, বিভিন্ন পেশাজীবি সংগঠন, রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
Kaniz/sat