ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

প্রকাশিত: ৩০-০৫-২০২৩ ০১:৩৯

আপডেট: ৩০-০৫-২০২৩ ১০:১৪

ক্রীড়া ডেস্ক: ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার (২৯শে মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে। 

আগামী জুনে ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে হংকংয়ে। এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে। গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং । 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।

বাংলাদেশ দল ১২ই জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়ার বিপক্ষে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৪ই জুন শ্রীলঙ্কার মুখোমুখি হবে লতার দল। সবশেষ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

বাংলাদেশ নারী দল

লতা মন্ডল (অধিনায়ক), সুবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, ঝর্ণা আক্তার, রুবেয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী।

 

rocky/shimul