আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত মন্তব্যের জের ধরে সোমবার তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাউথ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর গ্রাহাম বলছেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে ভালো বিনিয়োগ করেছে ইউক্রেনে, রাশিয়ানরা মারা যাচ্ছে। এ সময় ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তাকে দুর্দান্ত বলে বর্ণনা করেন তিনি।
গ্রাহামের এই মন্তব্যের ঘটনায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এমন ব্যক্তির সিনেটর থাকাটা কোনও দেশের জন্য সবচেয়ে বড় লজ্জার’।
সিনেটর গ্রাহাম সোমবার একটি টুইটার পোস্টে লিখেছেন, "ইউক্রেনের প্রতি আমার প্রতিশ্রুতি পুতিনের শাসনের ক্ষোভের সৃষ্টি করেছে তা জানতে পেরে আমি প্রচুর আনন্দ পেয়েছি।" "প্রত্যেক রুশ সৈন্যকে ইউক্রেনের ভূখণ্ড থেকে বহিষ্কার না করা পর্যন্ত আমি ইউক্রেনের স্বাধীনতার পক্ষে ও পাশে দাঁড়াবো।"
এদিকে, প্রবীণ রিপাবলিকান বলেন যে তিনি এই পরোয়ানাটিকে "সম্মানের ব্যাজ" হিসাবে পরবেন।
গত ২৪শে ফেরব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের করে নিয়েছে রাশিয়া। অন্যদিকে যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীকে সহায়তা করতে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
rocky/shimul