তীব্র তাপদাহে মৌলভীবাজারে কমেছে চায়ের উৎপাদন

প্রকাশিত: ৩০-০৫-২০২৩ ০৮:১৬

আপডেট: ৩০-০৫-২০২৩ ০৯:২৪

মৌলভীবাজার সংবাদদাতা: প্রচণ্ড তাবদাহে মৌলভীবাজারে চা উৎপাদন কমে গেছে। কোথাও কোথাও কচি চা পাতা পুড়ে যাচ্ছে। চায়ের স্বাভাবিক বৃদ্ধি ফিরিয়ে আনতে পঁচা গোবর এর সাথে কিছু টিএসপি মিশিয়ে আবার মাটিতে মিলিয়ে দেয়ার পরামর্শ দিয়েছে চা বিজ্ঞানীরা। 

প্রচণ্ড গরমে বন্ধ হয়ে গেছে মৌলভীবাজারের চা গাছের কুঁড়ি বৃদ্ধি। নতুন কুঁড়ি আসছে না চা গাছে। তাই কাঁচা পাতা উত্তোলন সম্ভব হচ্ছে না। মৌসুমের শুরুতেই তাপদাহের মুখে পড়ায় কমে যাচ্ছে চা উৎপাদন। 

গাছ যত বেশি পানি পায় তত বেশি সজীব হয়, তত বেশি পাতা দেয়। তাই অনেক বাগানে সেচ দিয়ে গাছ বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তবে পূর্ণবয়সী গাছের পাতা তাপদাহে জ্বলে যাচ্ছে। দৈনিক পাতা তোলার পরিমাণ অর্ধেক হয়ে গেছে বলে জানালেন শ্রমিকরা।

সংশ্লিষ্টরা মনে করেন, তাপদাহ অব্যাহত থাকলে এ বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না।।   

বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের চা বিজ্ঞানী ও প্রকল্প উন্নয়ন ইউনিটের উন্নয়ন কর্মকর্তারা বাগানে বাগানে গিয়ে চা গাছ রক্ষা করতে  পরার্মশ ও সহযোগিতা করছেন। 

 

Laiza/Bodiar