এখনও চালু হয়নি বেনাপোল পৌর বাস টার্মিনাল

প্রকাশিত: ৩০-০৫-২০২৩ ০৮:২২

আপডেট: ৩০-০৫-২০২৩ ০৯:২৩

বেনাপোল সংবাদদাতা: উদ্বোধনের পর দুই মাস পেরিয়ে গেলেও আজও চালু হয়নি বেনাপোল পৌর বাস টার্মিনালের কার্যক্রম। এর ফলে প্রতিনিয়িত লাগামহীন যানজট সৃষ্টি হচ্ছে বেনাপোল বন্দরে। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম, যার ফলে প্রভাবিত হচ্ছে সরকারের রাজস্ব খাত। পৌরসভা ও ট্রাফিক বিভাগ জানিয়েছে, দ্রুতই এই সমস্যা কাটাতে ব্যবস্থা নেওয়া হবে। 

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দর। প্রতিদিন এই বন্দর দিয়ে কয়েক’শ পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল করে। বেনাপোল বন্দরে ক্রমবর্ধমান যানজট নিরসনের লক্ষ্যে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পৌর বাস টার্মিনাল। গত চৌঠা মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী এই বাস টার্মিনালের উদ্বোধন করেন। তবে উদ্বোধনের দুই মাস পেরিয়ে গেলেও চালু হয়নি টার্মিনালটির কার্যক্রম। ফলে বেনাপোল বন্দরে দিন দিন যানজট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। 

বেনাপোল বন্দরে সৃষ্ট যানজট যেমন মানুষকে ভোগান্তিতে ফেলছে ঠিক তেমনি ব্যহত করছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে, বাস টার্মিনালের কার্যক্রম শুরু না হলেও প্রতি বাস থেকে ৫০ টাকা কর আদায় করছে পৌর কর্তৃপক্ষ।      

এদিকে, বেনাপোল বন্দরের যানজট নিরসনে পৌরসভার সাথে পুলিশ বিভাগ এক হয়ে কাজ করছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন।

পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুতই বাস টার্মিনালটি চালু করা হবে।   

বেনাপোল বন্দরে যানজট কমলে যাত্রীরা যেমন দুর্ভোগ থেকে রেহাই পাবে তেমনি এর ফলে ইতিবাচক প্রভাব পড়বে দেশের রাজস্ব খাতেও।

 

Prottay/Bodiar