পটুয়াখালী সংবাদদাতা: ধান ও ডাল চাষের জন্য পরিচিত পটুয়াখালীর কৃষকরা এখন ফল চাষে ঝুঁকছেন। ফলের মধ্যে আমের চাষই হচ্ছে বেশি। বছর বছর আম চাষ বাড়ছে। চলতি বছর জেলার ৩৫০ হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। বাগান মালিকদের আম চাষে সব সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
পটুয়াখালীর কৃষকরা বাণিজ্যিকভাবে কোন ধরনের ফল চাষেই আগ্রহী ছিলে না। এতদিন এই জেলার মানুষের আমের চাহিদা পূরণ হয়েছে অন্য জেলার আম দিয়ে। এখন আম চাষও হচ্ছে। স্থানীয় বাজারে পটুয়াখালীর আমের যোগানও বেশ ভালো।
দশমিনা উপজেলার ফল চাষী সরোয়ার কাজী নিজের বসত বাড়ির পাশে ৫০ শতক জমিতে আমের বাগান করেছেন। দুই বছর আগে এই বাগানে বিভিন্ন জেলা থেকে দেশী বিদেশী প্রায় ২৫ জাতের আমের চারা রোপণ করেন সরোয়ার। এ বছর তিনি এই বাগান থেকে পাঁচ লাখ টাকার আম বিক্রির আশা করছেন।
কৃষি উদ্যোক্তা সরোয়ার কাজীর আমের বাগান দেখতে বিভিন্ন এলাকা থেকে ভিড় করছে মানুষ। বাগান থেকেই সরাসরি আম কিনছেন তারা।
জেলায় প্রায় এক হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফল চাষ হচ্ছে। যার মধ্যে আমের চাষ বেশি। প্রতি বছর ফল চাষ বাড়ছে বলে জানায় বিভাগ।
এই অঞ্চলের আমের চাহিদা বাড়ছে। আগামীতে আম চাষ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Prottay/Bodiar