বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

প্রকাশিত: ৩০-০৫-২০২৩ ১১:৩৮

আপডেট: ৩০-০৫-২০২৩ ১১:৫১

অনলাইন ডেস্ক : বিশ্বে বায়ুদূষণে আবার শীর্ষে রাজধানী ঢাকা। আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান “এয়ার কোয়ালিটি ইনডেক্স” (একিউআই) এর সূচক থেকে এ তথ্য জানা যায়। তারা দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

আজ (মঙ্গলবার) ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৬৮। এই স্কোরের অর্থ ঢাকার বাতাসের দূষণমাত্রা ‘অস্বাস্থ্যকর’। একই সময়ে বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির দূষণের সূচকে স্কোর ১৫৯। দূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। শহরটির দূষণের স্কোর হচ্ছে ১৫৭।

No description available.

বায়ুর মান সূচকে ‘ভালো’ মানের বায়ুর ধরা হয় শূন্য থেকে ৫০ স্কোর। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ মানের বায়ু হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের ৩টি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো। 

ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান ঝুঁকিপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

 

Priyonty/Bodiar