রাজনৈতিক স্থিতিশীলতায় দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩০-০৫-২০২৩ ১২:৫২

আপডেট: ৩০-০৫-২০২৩ ২১:০২

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্ঞান বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে আহবান জানিয়েছেন। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩৫তম সমাবর্তনে তিনি এ আহবান জানান। বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের দূরদর্শী নীতি-কৌশলের কারণে দেশে উন্নয়ণ সম্ভব হয়েছে। 

১৯৮২ সালে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির যাত্রা শুরু হয়। ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতায় পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ৮টি অনুষদের ৩৪টি বিভাগে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। এবছর ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে ১৪টি দেশের ৫৫০ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। সর্বোচ্চ মেধাবী ১জনকে ওআইসি স্বর্ণ পদক পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ওআইসির মহাসচিব হিসেইন ইব্রাহিম তাহা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য আট জন শিক্ষার্থীকে স্বর্ণপদক পরিয়ে দেন। 

শিক্ষা জীবন শেষ করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একসময় জ্ঞান-বিজ্ঞান এবং নানা আবিষ্কারের মাধ্যমে মুসলমানরা গোটা বিশ্বে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। সেই ঐহিত্য ফিরে পেতে শিক্ষা ও গবেষণার উপর জোর দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ সরকার করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উন্নয়নে তার সরকারের পক্ষ থেকে সবধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

MRP/Bodiar