নিজস্ব প্রতিবেদক: দেশের যেকোন সাফল্যে বিএনপির গাত্রদাহ হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবাসী আয় বৃদ্ধি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সেই রাজনৈতিক দল, যারা সরকারের বিরোধিতা করতে গিয়ে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে নিরুৎসাহিত করে দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে চায়। তাই রেমিট্যান্স বৃদ্ধির সুখবরে বিএনপি নেতারা খুশি নন।
বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের অধীনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনও একইরকম হবে।ওবায়দুল কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আওয়ামী লীগের দুশ্চিন্তার কোনো কারণ নেই বরং বিএনপিই আতঙ্কিত হয়ে পড়েছে।
LGR/Bodiar