নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৪ই জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ মঙ্গলবার (৩০শে মে) রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, গত ঈদের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। দুই শিফটে দেয়া হবে টিকিট।
মন্ত্রী জানান, আগাম টিকিটের ক্ষেত্রে ১৪ই জুন পাওয়া যাবে ২৪শে জুনের টিকিট; একইভাবে ১৫ই জুন দেওয়া হবে ২৫শে জুনের; ১৬ই জুন ২৬শে জুনের; ১৭ই জুন ২৭শে জুনের এবং ১৮ই জুন দেওয়া হবে ২৮শে জুনের অগ্রিম টিকিট।
ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২শে জুন। সেই হিসাবে ২২শে জুন দেওয়া হতে পারে দোসরা জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩শে জুন তেসরা জুলাইয়ের, ২৪শে জুন চৌঠা জুলাইয়ের, ২৫শে জুন ৫ই জুলাইয়ের ও ২৬শে জুন ৬ই জুলাইয়ের টিকিট দেওয়া হবে।
ঈদুল ফিতরের অভিজ্ঞতা তুলে ধরে রেলমন্ত্রী বলেন, দিনের শুরু থেকেই রেলের পশ্চিমাঞ্চলের টিকিটের চাহিদা তুলনামূলক অনেক বেশি থাকে। কিন্তু পশ্চিমাঞ্চলের যাত্রীরা আশানুরূপ টিকিট পায় না। আর পূর্বাঞ্চলের টিকিট অবিক্রীত থেকে যায়। আবার সার্ভারেও অনেক বেশি চাপ তৈরি হয়। তাই এবার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।
এছাড়া ঈদকে কেন্দ্র করে পূর্বাঞ্চলে ১১৬টি ও পশ্চিমাঞ্চলে ১০২টি মিলিয়ে মোট ২১৮টি অতিরিক্ত ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
AR/Bodiar