আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় সোমবার ১৫৫তম মেমোরিয়াল ডে পালন করেন আমেরিকানরা। এই দিবস উপলক্ষে ৩ দিনের ছুটিতে দেশটির অন্তত আটটি অঙ্গরাজ্যে বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। আয়োজিত বিভিন্ন শোভাযাত্রায় গোলাগুলিতে ১৬ জন নিহত হয়। আহত হয় আরও অনেকে।
যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন যুদ্ধে প্রাণ দেয়া সেনাদের স্মরণে প্রতিবছর মে মাসের শেষ সোমবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় মেমোরিয়াল ডে। দিবসটি উপলক্ষ্যে আর্লিংটন ন্যাশনাল সেমেট্রিতে ফুল দেয়ার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় মার্কিন প্রেসিডেন্টের সাথে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন।
মেমোরিয়াল ডে উপলক্ষ্যে ৩ দিনের ছুটি উপভোগ করে আমেরিকাবাসী। কিন্তু এই ছুটিতে দেশটির অন্তত আটটি অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ছুটিতে সমুদ্র সৈকত, মোটরসাইকেল শোভাযাত্রাসহ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে গুলি, বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হয়। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ রয়েছেন বৃদ্ধরাও। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বেশ কয়েকজন।
একের পর এক বন্দুক সহিংসতা আমেরিকায় একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বন্দুক ভায়োলেন্স আর্কাইভ অনুসারে, এই বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২০০ টিরও বেশি গণ গুলির ঘটনা ঘটেছে।
এদিকে, মেক্সিকোয় পুলিশের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। সোমবার দেশটির উত্তরাঞ্চলের নুয়েভো লিওন শহরের পাশের একটি মহাসড়কে এই ঘটনা ঘটে।
AAJ/Bodiar