রাজশাহী সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলছে। সোমবার থেকে শুরু হয়ে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মত অনুষ্ঠিত হচ্ছে এই ভর্তি পরীক্ষা। দ্বিতীয় দিনে আজ এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে এই ইউনিটের গ্রুপ-১ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত হয়েছে গ্রুপ-২ এর পরীক্ষা, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গ্রুপ-৩ ও বেলা ৩:৩০ থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত গ্রুপ-৪ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে ১ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা।
এ ইউনিটে গ্রুপ-১ এ ১৮ হাজার ১৭ জন, গ্রুপ-২, ৩ ও ৪ এ ১৮ হাজার ১৬ জন করে মোট ৭২ হাজার ৬৫ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। আসন প্রতি লড়ছেন ৪০ জন ভর্তিচ্ছু।
এদিকে, সকালে পরীক্ষা বিষয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার প্রেস ব্রিফিং করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা। পরে উপাচার্য কেন্দ্র পরিদর্শন করেন।
Prottay/habib