আসছে ‘সদরঘাটের টাইগার’র তৃতীয় সিজন

প্রকাশিত: ৩০-০৫-২০২৩ ১৭:৫৭

আপডেট: ৩০-০৫-২০২৩ ১৭:৫৭

বিনোদন ডেস্ক: ‘সদরঘাটের টাইগার’ এর প্রথম পর্বের জনপ্রিয়তা লাভ করার পর দ্বিতীয় সিজন প্রকাশ করেছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’। সম্প্রতি মুক্তি পায় ২০১৯ সালে মুক্তি পাওয়া আলোচিত ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন ‘সদরঘাটের টাইগার- ২’। 

দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় এবার ‘সদরঘাটের টাইগার-৩’ সিরিজ করতে যাচ্ছেন নির্মাতা সুমন আনোয়ার। এ সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শ্যামল মাওলা। এবারও এই অভিনেতাই থাকছেন কেন্দ্রীয় চরিত্রে।    

‘সদরঘাটের টাইগার’ প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে নতুন সিজনের কাহিনী। তবে এবার গল্পের বিষয় মানব পাচার। নির্মাতা বলেন, যেহেতু এটা প্রথম পর্বের সিক্যুয়াল, তাই আগের পর্বের অমীমাংসিত অনেক কিছু খোলাসা হবে। তবে দ্বিতীয় পর্বের গল্পটি তৈরি হয়েছে মানব পাচারকে কেন্দ্র করে। আরও চমক রয়েছে।

‘সদরঘাটের টাইগার-২’ শ্যামল মাওলা ছাড়া এতে আরও অভিনয় করেছেন ফারহানা হামিদ, আরমান পারভেজ মুরাদ, আরফান মৃধা শিবলু, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু প্রমুখ। প্রযোজনায় রয়েছেন হাসিবুল হাসান।

 

Mustafiz/habib