নিজস্ব প্রতিবেদক: স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে মানুষের মধ্য থেকে মানবিকতা যেন হারিয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে মনে করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ (মঙ্গলবার)সকালে টিএসসি মিলনায়তনে ‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। তাহলেই দেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। ডিজিটাল বাংলাদেশের সুফল এখন শহর থেকে গ্রামে ছড়িয়েছে। এই সাফল্যের পরবর্তী পদক্ষেপ হলো স্মার্ট বাংলাদেশ। মন্ত্রী বলেন, করোনায় পুরো পৃথিবী স্থবির হলেও বাংলাদেশ এগিয়ে গেছে। জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ অন্যতম।
Piash/habib