জাপান উপকূলের দিকে এগুচ্ছে টাইফুন মাওয়া

প্রকাশিত: ৩০-০৫-২০২৩ ২০:৩১

আপডেট: ৩০-০৫-২০২৩ ২০:৩১

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে টাইফুন মাওয়া। ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড়টি বর্তমানে ফিলিপিন্স ও তাইওয়ানের কাছে অবস্থান করছে। ইতোমধ্যে আমেরিকার গুয়ামা দ্বীপে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে টাইফুনটি। 

এদিকে, ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্পেনের রাজধানী মাদ্রিদ। পানিতে ভেসে যাচ্ছে সাবওয়ে ও পাতাল রেলস্টেশন। সাবওয়ের ছাদ থেকে প্রবলভাবে পানি গড়িয়ে পড়ায় যেকোনো মুহূর্তে সিলিং ভেঙ্গে পড়ার আশঙ্কা করছে স্থানীয়রা। 

অন্যদিকে, ভয়াবহ রূপ ধারণ করেছে কানাডার পূর্বাঞ্চলীয় শহর হ্যালিফ্যাক্সে ছড়িয়ে পড়া দাবানল। আগুনে ক্ষয়ক্ষতির আশঙ্কায় এখন পর্যন্ত ১৬ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে শহরটির অন্যান্য বাসিন্দাদেরও তাৎক্ষণিক নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় এর আগে রোববার রাতে জরুরি অবস্থা জারি করে স্থানীয় প্রশাসন। 

 

shamima/habib