টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে মাদক বিক্রির দায়ে লিপি বেগম (৩৬) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ দিয়েছেন আদালত।
আজ, মঙ্গলবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোস্তফা শাহরিয়ার খান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত লিপি বেগম মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী সওদাগর পাড়ার তোফাজ্জল হোসেনের স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ছয়ই মার্চ টাঙ্গাইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আহসান হাবীব ১০০ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির দুই লাখ ১৯ হাজার টাকাসহ লিপি বেগমকে গ্রেপ্তার করেন। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে তাকে মির্জাপুর থানায় পাটানো হয়।
মামলা চলাকালে লিপি বেগম জেল-হাজতে থেকে একাধিকবার জামিন আবেদন করলেও প্রতিবারই আদালত না মঞ্জুর করেন। আদালতের দীর্ঘ শুনানি শেষে আজ লিপি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
Kaniz/habib