চট্টগ্রাম প্রতিবেদক: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে চট্টগ্রামের শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণা কার্যক্রম বাড়ানো যায় তা জানাতে চট্টগ্রাম এসেছে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রামের ‘সানশাইন গ্রামার স্কুল’ এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ‘স্কুল স্ট্যান্ডার্ড কারিকুলাম অথোরিটি’র মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
এছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের শিক্ষার্থীরা খুব সহজেই পড়াশোনার সুযোগ পাবে।
এছাড়াও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা করলে শিক্ষার্থীদের পার্থ শহরের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের একটিতে উচ্চশিক্ষায় অধ্যয়নের জন্য আবেদন করাও সহজ হবে। এসময় প্রতিনিধি দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া’য় পড়াশোনার সুবিধা এবং ভর্তুকি ও শিক্ষাবৃত্তি সংক্রান্ত প্রোগ্রামের বিষয়ে নানা সুযোগ-সুবিধাগুলো তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ভাইস-চ্যান্সেলর প্রফেসর অমিত চাকমা, আইটিডব্লিউএ ইন্ডিয়া গালফ এর ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কমিশনার নাশিদ চৌধুরী, এসসিএসএ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিস জুনিটা হ্যালি, সানশাইন গ্রামার স্কুল চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।
lamia/habib