আজ থেকে নতুন সূচিতে চলছে মেট্রোরেল

প্রকাশিত: ৩১-০৫-২০২৩ ০৭:৪৬

আপডেট: ৩১-০৫-২০২৩ ১৯:৩৫

নিজস্ব প্রতিবেদক: ছয় ঘণ্টার পরিবর্তে আজ (বুধবার) থেকে সপ্তাহের ৬দিন ১২ ঘণ্টা করে চলছে মেট্রোরেল। শুক্রবার ছাড়া অন্যান্য দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলবে। নতুন সময়সূচিতে মেট্রোরেলে ভ্রমণকারী যাত্রীরা এই আয়োজনে খুশি। মেট্রোরেল কর্তৃপক্ষ জানান, অফিসগামী যাত্রীদের সুবিধার জন্যেই নতুন সময় নির্ধারণ করা হয়েছে।  

নতুন সময়সূচিতে শুরু হয়েছে ঢাকার প্রথম মেট্রোরেলের চলাচল। বুধবার সকাল ৮টায় শুরু হয় মেট্রোরেলের নতুন সময়ের যাত্রা.. যা প্রতিদিন চলবে রাত ৮টা পর্যন্ত। গত ডিসেম্বরে উদ্বোধনের পর ১০ মিনিট পরপর ট্রেন চলছিল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে এপ্রিলের শুরুতে ওই সময় দুই ঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চালানো হয়। 

উত্তরা থেকে আগারগাঁও- এই ১২ কিলোমিটার রেলপথে এখন মেট্রোরেল চলাচল করছে। যাত্রীরা জানান, নতুন সময়সূচিতে অফিসে যেতে আসতে তাদের সুবিধা হলো। 

মেট্রোরেল পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কর্তৃপক্ষ জানান, নতুন সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পিক আওয়ারে ১০ মিনিট পর পর দুই দিক থেকেই ট্রেন ছাড়বে। বেলা ১১টা থেকে বিকাল ৩টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত যাত্রীর চাপ কম থাকায় ১৫ মিনিট পরপর ছাড়বে ট্রেন। প্রথম দিনেই যাত্রী সংখ্যা বাড়ছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। 

আগামী ডিসেম্বরের আগেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। এত দিন মঙ্গলবার ছিল মেট্রোরেল বন্ধের দিন। এখন থেকে সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার।

 

FM/shimul