গোপালগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার ব্যবহারে ভোগান্তি

প্রকাশিত: ৩১-০৫-২০২৩ ০৯:১৫

আপডেট: ৩১-০৫-২০২৩ ০৯:৪০

গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জে বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহারে ভোগান্তি বেড়েছে গ্রাহকদের। রিচার্জ জটিলতার কারণে অনেকের মিটার লক হচ্ছে। মিটারের ব্যাটারি প্রায় নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিনামূল্যে সেবা দেওয়ার কথা থাকলেও তা পাচ্ছে না গ্রাহকরা। 

গোপালগঞ্জ শহরে বিদ্যুতের গ্রাহক রয়েছে ২৭ হাজার। আগে এনালগ বিদ্যুৎ মিটার ব্যবহার করা হলেও এখন ব্যবহার করা হচ্ছে প্রিপেইড মিটার। স্থানীয়রা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রিপেইড মিটারের জন্য টাকা জমা দেয়। প্রথম দিকে প্রিপেইড মিটার রিচার্জের পদ্ধতি সহজ ছিলো, কিন্তু স¤প্রতি মিটারে টাকা রিচার্জের পদ্ধতিতে কিছু পরিবর্তন আসায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। 

মোবাইল ব্যংকিং এর মাধ্যমে টাকা জমা দেয়ার পর ১৮০টি ডিজিটের ফিরতি একটি ম্যাসেজ আসে। পরে প্রিপেইড মিটারে এই সবগুলো ডিজিট দেয়ার পর রিচার্জ হয়। তবে, কোন একটি সংখ্যা ভুল হলে রিচার্জ হয় না। আর তিনবার ভুল হলে মিটার লক হয়ে যায়। এই লক খুলতে বিদ্যুৎ অফিসের লোকদের টাকা দিতে হয়।

এ বিষয়ে গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন এর নির্বাহী প্রকৌশলী জানান, এই পদ্ধতি শুধু গোপালগঞ্জে নয়, দেশের অনেক জায়গায় চালু হয়েছে।  

তবে স্থানীয়রা দ্রুত এই পদ্ধতি সহজ করার দাবি জানান।

 

 

Priyonty/shimul