সারাদেশে বইছে মৃদু তাপপ্রবাহ

প্রকাশিত: ৩১-০৫-২০২৩ ১৩:০৬

আপডেট: ৩১-০৫-২০২৩ ১৩:০৬

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা আরও চার থেকে পাঁচ দিন স্থায়ী হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (৩১শে মে) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময়ে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

এদিকে, সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদৃ থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা আরও চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিæ তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

rocky/shimul