নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভয় ত্রাস সৃষ্টি করে সরকার আবারও ক্ষমতায় থাকার চেষ্টা করছে। তবে চক্রান্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না বলে সতর্ক করেন বিএনপি মহাসচিব। রাজধানী বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব বলেন তিনি।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। একতরফা নির্বাচন করতেই নির্বাচনের আগে বিএনপির শীর্ষ নেতাদের সাজা দেয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না বলেও জানান বিএনপি মহাসচিব।
পরে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনের যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন অংশগ্রহনমূলক ছাড়া কোন নির্বাচনই গ্রহণযোগ্য হবেনা।
এদিকে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অত্যাচার নিপীড়ন যত আসবে বিএনপির আন্দোলন তত তীব্র হবে।
সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপির সিনিয়র নেতারা।
GM/shimul