নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়, এ নিয়ে সরকার উদ্বিগ্ন নয়।
আজ বুধবার (৩১শে মে) মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শেষে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি কোনো দলের জন্য নয়। এটা একটা সুন্দর নির্বাচনের জন্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস।
মন্ত্রী বলেন, সরকার কোনো মাসল ম্যান (পেশি শক্তি) বা বন্দুকের নলে বিশ্বাস করে না। সরকারও চায় একটা সুষ্ঠু নির্বাচন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক পাড়ায় সিকিউরিটির ব্যাঘাত বিষয়ে জানতে চেয়েছেন পিটার হাস। যে চার অ্যাম্বাসিতে সিকিউরিটি দেয়া হতো সেটা তাদের জন্য অতিরিক্ত সিকিউরিটি ছিল। এখন যদি কেউ নিতে চায় তাহলে নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিতে হবে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র থেকে মৌখিক একটা আবেদন করা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে যদি রোড সিকিউরিটি কোনো দেশ নিতে চায় পে করেই নিতে হবে। অন্য দেশ চাইলেও নিতে পারে।
AR/Bodiar