নারী প্রিমিয়ার লিগে হেরেছে আবাহনী

প্রকাশিত: ৩১-০৫-২০২৩ ১৯:৫৬

আপডেট: ৩১-০৫-২০২৩ ১৯:৫৬

ক্রীড়া ডেস্ক: ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের খেলায় হেরেছে আবাহনী লিমিটেড। আজ (বুধবার) নারায়ণগঞ্জের ফতুল্লায় লিগের একমাত্র খেলায় আবাহনীকে ৮ রানে হারিয়েছে খেলাঘর ক্রীড়া সংঘ। আগে ব্যাট করে, খেলাঘর ক্রীড়া সংঘ অলআউট হয় ১৭০ রানে। লতা মন্ডল দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন। 

জবাবে ব্যাট করতে নেমে আবাহনী নারী ক্রিকেট দল অলআউট হয় ১৬২ রানে। আবাহনীর পক্ষে শামীমা সুলতানা সর্বোচ্চ ৬২ রান করেন। খেলাঘর ক্রীড়া সংঘের সুলতানা খাতুন পান ৩ উইকেট। 

 

SMS/Bodiar