চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারির ঘটনা ঘটেছে।
বুধবার বিকেলে নগরীর লালদিঘী জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে সমাবেশ চলাকালে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সভা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। পরে ১৪ দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সভা পুনরায় শুরু হয়।
সভায় ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের সাধারণত সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করে ১৪ দল।
Kaniz/Bodiar