‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার বাজেট আসছে

প্রকাশিত: ০১-০৬-২০২৩ ০৯:০৫

আপডেট: ০১-০৬-২০২৩ ১৪:৫২

রীতা নাহার: ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার অভিমুখে যাত্রার পরিকল্পনা তুলে ধরে আজ আসছে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। বরাবরের মতই এই বাজেটও আকারে বড়, যাতে ব্যয়ের অংক যেমন বড় হবে, তেমনি আয়ের লক্ষ্যও বড়। আয় ও ব্যয়ের ব্যবধানটাও অনেক বেশি থাকবে আসছে বাজেটে। আজ বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে যে বাজেট পেশ করবেন তাতে ঘাটতি দেখা যাবে আড়াই লাখ কোটি টাকারও বেশি। তবুও উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে বাজেটে পরবর্তী মাইলফলক ছোঁয়ার স্বপ্ন দেখাবেন অর্থমন্ত্রী। 

নিত্যপণ্যের দামের উর্ধ্বমুখির চাপে মানুষকে স্বস্তি দিতে আগামী অর্থ বছরে সরকারের আর্থিক আয়-ব্যয়ের পরিকল্পনার মূল লক্ষ্য হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। আপস...

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব আজ জাতীয় সংসদে পেশ করবেন। এটি হবে দেশের ৫২তম, আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বর্তমান অর্থমন্ত্রীর পঞ্চম বাজেট। ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ যাওয়ার পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেবেন অর্থমন্ত্রী। 

আসছে বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বড় বাজেটের খরচ মেটাতে আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৫লাখ ৩হাজার ৯শ’ কোটি টাকা। যা চলতি অর্থ বছরের মূল বাজেটের লক্ষ্যমাত্রার তুলনায় ১৫ শতাংশ বেশি। মোট কর আদায়ের লক্ষ্যমাত্রা ৪লাখ ৫০ হাজার কোটি টাকা। এরমধ্যে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। ঘাটতি থাকবে ২লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। ঘাটতি মেটাতে ব্যাংকঋণ, সঞ্চয়পত্র বিক্রিসহ দেশি উৎস থেকে ১লাখ ৫৫হাজার ৩৯৫কোটি টাকা ঋণ নিতে হবে সরকারকে। আর বৈদেশিক ঋণ হিসেবে আসবে ১লাখ ২হাজার ৪৯০কোটি টাকা।

নতুন বাজেটে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ ধরা হচ্ছে। যদিও বিশ্বব্যাংক ও আইএমএফের পূর্বাভাসের প্রবৃদ্ধি আরও কম, সাড়ে ৫ শতাংশ। 

ভর্তুকির সমন্বয়, রিজার্ভের ওপর চাপ আর মূল্যস্ফীতিসহ সার্বিক সংকট স্বীকার করে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, দারিদ্র্য নিরসনে চরম বৈষম্য দূর করা ও মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশের মধ্যে রাখাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ। 

বৈশ্বিক পরিস্থিতিতে খরচ কমাতে রাশ টানা হচ্ছে ভর্তুকিতে। মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের উপযোগী পদক্ষেপ থাকবে সব খাতে।

আগামী সাড়ে তিন বছরে আইএমএফ এর ৩৮টি শর্ত পূরণ করতে হবে, যার প্রতিফলন থাকবে আসছে বাজেটে।  

আসছে বাজেটে সম্ভাব্য আয়-ব্যয়

চলতি বাজেট                                      নতুন বাজেট

আকার: ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা           ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা

রাজস্ব আয়: ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা           ৫ লাখ ৩ হাজার ৯শ’ কোটি টাকা

ঘাটতি:  ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা                   ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা

প্রবৃদ্ধি: ৭.২ শতাংশ                                       ৭.৫ শতাংশ

 

KNR/shimul