কিয়েভে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

প্রকাশিত: ০১-০৬-২০২৩ ১০:০৪

আপডেট: ০১-০৬-২০২৩ ১০:০৪

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে দুই শিশুসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কিয়েভের আশপাশের এলাকাগুলোতেও গোলাগুলির খবর পাওয়া গেছে। এদিকে, রাশিয়ার হামলা ঠেকাতে  যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও ৩০ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের অধীনে দেশটিতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদ পাঠাবে দেশটি। অন্যদিকে, ক্রেমলিন বলেছে, সীমান্তবর্তী বেলগ্রোদ অঞ্চলের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। 

মঙ্গলবার মস্কোতে ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করবে বলে জানিয়েছে রাশিয়া। 

 

AAJ/shimul