টাঙ্গাইলে বাসচাপায় নিহত ৪

প্রকাশিত: ০১-০৬-২০২৩ ২১:০০

আপডেট: ০১-০৬-২০২৩ ২১:৪৯

টাঙ্গাইল সংবাদদাতা:  টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় ব্যাটারি চালিত অটোভ্যানের শিশুসহ চার যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার ধনবাড়ী উপজেলার পাইটকা গ্রামের মৃত সিরাজউদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৪৫), তার স্ত্রী সাহেরা বেগম (৩৫), তাদের ছেলে সিয়াম মিয়া (৭) ও একই গ্রামের দরাজ আলীর ছেলে ভ্যানচালক ফরহাদ (৪৫)।

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাইল কবির জানান, মধুপুর থেকে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো,  এসময় ঘাটাইল থেকে ছেড়ে আসা অটোভ্যানকে প্রথমে ধাক্কা দেয়। এরপর চাপা দিলে ঘটনাস্থলে মাঈনুদ্দিন, তার স্ত্রী ও ভ্যানচালক ফরহাদ নিহত হয়। গুরুতর আহত শিশু সিয়ামকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

Prottay/sat