বিদেশী লিফট, চলন্ত সিঁড়ির দাম বাড়বে

প্রকাশিত: ০১-০৬-২০২৩ ২১:২১

আপডেট: ০১-০৬-২০২৩ ২১:২১

নিজস্ব প্রতিবেদক: সরকার লিফট আমদানিতে শুল্ক ১০ শতাংশ বাড়িয়েছে। ফলে আসছে অর্থবছরে আমদানি করা লিফটের দাম বাড়বে। বৃহস্পতিবার (পহেলা জুন) জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে এই প্রস্তাবনা দেয়া হয়েছে। 

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন,  বর্তমানে কিছু দেশীয় শিল্পপ্রতিষ্ঠান লিফট উৎপাদন শুরু করেছে। সম্পূর্ণ অবস্থায় আমদানি করা লিফট অ্যান্ড স্কিপ হোয়েস্ট আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক বিদ্যমান আছে। দেশে ভারী শিল্পের প্রসারের স্বার্থে লিফট অ্যান্ড স্কিপ হোয়েস্ট পণ্য আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি। এছাড়া, কাঁচামাল সংক্রান্ত রেয়াতি প্রজ্ঞাপনটির মেয়াদ ২০২৫ সালের ৩০শে জুন পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাবও করা হয়। 

এতদিন এস্কেলেটর মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিসংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু, পণ্যটি মূলত মূলধনী যন্ত্রপাতি নয়। 

উলে­খ্য, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।

 

rocky/joy