গোপালগঞ্জে যত্রতত্র অবৈধ ডেন্টাল ক্লিনিক

প্রকাশিত: ০২-০৬-২০২৩ ০৯:২৫

আপডেট: ০২-০৬-২০২৩ ০৯:৩৭

গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জে যত্রতত্র গড়ে উঠেছে ডেন্টাল ক্লিনিক। যার বেশিরভাগেরই নেই অনুমোদন। নেই চিকিৎসক ও টেকনিশিয়ানও। ওষুধের দোকানদার, ডিপ্লোমাধারী টেকনিশিয়ান ও নিজেই নিজেকে চিকিৎসক হিসেবে ঘোষণা করা কিছু লোক দাঁতের চিকিৎসা করছেন। ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। তবে এসব প্রতিষ্ঠান ও চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন জেলার সিভিল সার্জন। 

গোপালগঞ্জ শহরের অলিগলিতে গড়ে ওঠা অধিকাংশ ডেন্টাল ক্লিনিকেরই নেই সরকারি অনুমোদন। মানুষকে আকৃষ্ট করার জন্য এসব ক্লিনিকে টানানো হয়েছে আকর্ষণীয় ব্যানার ও সাইনবোর্ড। শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত চেম্বার, দামি ডেন্টাল ইউনিট, আসবাবপত্র সবই আছে। কিন্তু নেই প্রকৃত চিকিৎসক। যারা চিকিৎসা করছেন তারা ‘হাতুড়ে দন্ত চিকিৎসক’। 

স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের চিকিৎসকদের পড়াশোনা সর্বোচ্চ উচ্চমাধ্যমিক পর্যন্ত হলেও নামের আগে ডাক্তার এবং পরে নানা ‘ডিগ্রি’ যুক্ত করছেন। দাঁত উঠানো, বাঁধানো, রুট ক্যানেল, জিআই ফিলিং, মারকারি ফিলিং, ক্যাপ, এমনকি বাঁকা দাঁত সোজা করার মতো চিকিৎসাও করে যাচ্ছেন তারা। এ সকল ভুয়া প্রতিষ্ঠান ও চিকিৎসকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাব এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে অভিজ্ঞ ডেন্টাল চিকিৎসক না থাকায় অপচিকিৎসার শিকার হচ্ছে স্থানীয় রোগীরা। 

জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ,  জানালেন, চিকিৎসক নামধারী এসব প্রতারক ও ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে। 

গোপালগঞ্জে শহরে প্রায় ৩০টি ডেন্টাল ক্লিনিক রয়েছে। 

Kaniz/sat