হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

প্রকাশিত: ০২-০৬-২০২৩ ০৯:৩৫

আপডেট: ০২-০৬-২০২৩ ০৯:৩৫

আন্তর্জাতিক ডেস্ক: হোঁচট খেয়ে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনা হতবাক করে দেয় উপস্থিত সবাইকে।

বিবিসি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার। তবে পড়ে গিয়েও আঘাত পাননি বাইডেন। তাৎক্ষণিক পরিস্থিতি সামলে নিয়েছেন তিনি। হাসিমুখে উঠে দাঁড়িয়ে নিজের আসনে গিয়ে বসেছেন ৮০ বছর বয়সী এই রাষ্ট্রপ্রধান।

প্রেসিডেন্ট বাইডেনের বয়স বর্তমানে ৮০ বছর। এই বয়সে প্রেসিডেন্ট ৯২১ জন গ্র্যাজুয়েটে ক্যাডেটের প্রত্যেকের সঙ্গে করমর্দন করেছেন। এ জন্য তাঁকে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট বলেছেন, প্রেসিডেন্ট ভালো আছেন। টুইট বার্তায় জানান, যখন তিনি ক্যাডেটদের সঙ্গে করমর্দন করছিলেন তখন মঞ্চে একটি বালির ব্যাগ ছিল। সেটিতেই হোঁচট খেয়েছেন।

এর আগেও সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন জো বাইডেন। এয়ার ফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে ওঠার সময়ও একবার হোঁচট খেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। 

 

Sanjida/sat