পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেফতার

প্রকাশিত: ০২-০৬-২০২৩ ১০:০৪

আপডেট: ০২-০৬-২০২৩ ১০:০৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট পারভেজ এলাহীকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বৃহস্পতিবার লাহোরে পারভেজ এলাহীর বাসভবনের বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়।

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, গ্রেফতারের সময় তাঁকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে বেশ কয়েকবার তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ।

পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির জানান, সাবেক প্রাদেশিক প্রধান নির্বাহীকে পুলিশের সহায়তায় দুর্নীতিবিরোধী সংস্থা গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, জননিরাপত্তা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। একটি দুর্নীতি মামলায় তাঁর জামিন খারিজ হয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক দিন ধরেই তাঁকে খোঁজা হচ্ছিল। বৃহস্পতিবার পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়। 

 

Sanjida/sat