নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার (দোসরা জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এ মিছিল করে সংগঠনটি।
মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে ঘুরে আবার বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আনন্দ মিছিল শেষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাহউল হোসেন সাচ্চু বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং গরিবের ভাগ্য পরিবর্তনে গ্রহণযোগ্য বাজেট দিয়েছে সরকার। এই বাজেট বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে।
‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শীর্ষক বাজেটকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক, আব্দুল আলীম বেপারী, কাজী মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
rocky/sat