এবার কোন ক্লাবে যাচ্ছেন মেসি?

প্রকাশিত: ০২-০৬-২০২৩ ১৩:৫৩

আপডেট: ০২-০৬-২০২৩ ১৩:৫৩

ক্রীড়া ডেস্ক: পিএসজি থেকে বিদায়ের ঘোষণার পরই লিওনেল মেসির দলবদলে জোর হাওয়া লেগেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ফলাও করে প্রচার করেছে আগামী মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা।

লিওনেল মেসি পিএসজি ছাড়ছেন এমন গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। গতকাল সে গুঞ্জন সত্যি হয়। পিএসজির কোচ ক্রিস্টফ গালতিয়ের নিশ্চিত করেন এ সপ্তাহে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। এরপরই মেসির সম্ভাব্য সন্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, আগামী মৌসুমে সৌদি আরবের ক্লাবে মেসির খেলার সম্ভাবনাই বেশি। ইতোমধ্যেই আল হিলালের সাথে আলোচনা অনেক দূর এগিয়েছে।

ডেইলি এক্সপ্রেস বলছে, আগামী মৌসুমে সৌদি আরবের ক্লাবেই যাচ্ছেন তিনি। মেসির বাবা হোর্হে মেসি ইতোমধ্যেই চুক্তি করতে সম্মত হয়েছেন।

তাদের চেয়ে একধাপ এগিয়ে ফ্রান্সের সংবাদমাধ্যম ফুত মেরকাতো। সংবাদমাধ্যমটি লিখেছে, সৌদি আরবের ফুটবলে খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি গ্রহণ করেছেন। সৌদি আরবে, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৭৮০ কোটি টাকা দেওয়া হবে।

এদিকে, মেসিকে পাওয়ার প্রচেষ্টায় আছে বার্সেলোনাও। তবে তাদের বেতন সংক্রান্ত কিছু বাধ্যবাধকতা আছে। যে কারণে স্প্যানিশ জায়ান্টদের কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, ন্যু ক্যাম্পে ফেরা ৯৯ শতাংশ মেসির ওপরই নির্ভর করছে। তারা সর্বোচ্চ চেষ্টা করবেন সাবেক তারকাকে ফেরাতে। এখন দেখার বিষয় মেসি আসলে কী চান।

উল্লেখ্য, এর আগে একবার মেসির সৌদি আরবের ক্লাবের সাথে চুক্তির গুঞ্জন উঠেছিল। তবে সেবার মেসির বাবা নিশ্চিত করেন এমন কিছু হয়নি। তবে এবার এ নিয়ে চুপ রয়েছেন হোর্হে মেসি।

 

rocky/sat