ফাহিম মোনায়েম: প্রস্তাবিত বাজেট ব্যবসায়ীবান্ধববলে উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, এতে সাধারণ মানুষের স্বস্তির জায়গা কম। অর্থনীতিবিদদের বিবেচনায় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার কার্যকর উদ্যোগ নেই বাজেটে। এদিকে, সাধারণ মানুষের মধ্যে বাজেটের খুঁটিনাটি নিয়ে অত আগ্রহ নেই। তাদের মূল উদ্বেগের জায়গা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।তারা চাইছেন ক্রয়ক্ষমতার মধ্যে থাকুক নিত্যপণ্যের মূল্য।
রাজধানীর ফুটপাতে দীর্ঘ ৩১ বছর ধরে মুচির কাজ করেন ব্রাহ্মণবাড়িয়ার পরিমল। এই কাজ করেই উচ্চশিক্ষা দিয়েছেন দুই ছেলেকে। তবে তারা এখনও চাকরি পায়নি। একার আয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে পরিবারের ভরণপোষণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ৬৫ বছরের এই প্রবীণকে।
নিত্যপণ্যের চড়া মূল্যের কারণে সংকটে পড়েছেন এমন অনেকেই। বাজেট নিয়ে তাদের বিশেষ কোনো চিন্তা বা আগ্রহ নেই। তারা শুধু জানতে চাইছেন, কোন কোন পণ্যের দাম বাড়লো আর কমলো কী কী পণ্যের। তারা খুঁজছেন, বাজেটে তাদের জন্য কোন সুসংবাদ রয়েছে কি না।
অর্থনীতিবিদরা বলছেন, ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটেদ্রব্যমূল্যের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য তেমন কোন সুসংবাদ নেই।
বিশ্লেষকরা বলছেন, বাজেটে ব্যবসায়ীদের বেশি সুবিধা দেয়া হয়েছে।
সাধারণ মানুষের জন্য যে সব সুবিধা বাজেটে রাখা হয়েছে, তা যেন বাস্তবায়িত হয়, সেই তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা।
FM/sat