নিজস্ব প্রতিবেদক: বাজেটে কোন পণ্যের দাম বাড়লে দ্রুতই বাজারে তার প্রভাব পড়ে, কিন্তু দাম কমানোর ক্ষেত্রে ব্যবসায়ীরা নির্দেশ মানেন না। চলতি বছরও প্রস্তাবিত বাজেট ঘোষণার আগেই দাম বেড়েছে কয়েকটি পণ্যের। যা নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে, বাজারে আদার দাম আরও বেড়েছে। বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে আগের চড়া দামে। তবে, মুরগির দাম সামান্য কমেছে।
বাজেট ঘোষণার পরে রাজধানীর কাঁচাবাজারে নতুন করে দাম বাড়েনি বা কমেনি কোনো পণ্যের। ক্রেতারা বলছেন, বাজেট ঘোষণার আগেই বহু পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়। কিন্তু বাজেটে যেসব পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয় তার প্রভাব সহজে পড়ে না।
শুক্রবার রাজধানীর কাচাঁবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে আদার দাম। কেজিতে বেড়েছে ৫০ টাকা। রসুনের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। স্বস্তি নেই পেঁয়াজের বাজারেও। নতুন করে দাম বেড়েছে মসলা ও সুগন্ধি চালের।
আগের দামেই বিক্রি হচ্ছে তেল ও চিনি। স্বস্তি নেই সবজির বাজারে। ৭০ টাকার নিচে মিলছে না কোনও সবজি।
এদিকে, মাছের দাম প্রতি কেজিতে বেড়েছে ১শ’ টাকা পর্যন্ত। তবে, ব্রয়লার ও সোনালী মুরগির দাম প্রতি কেজিতে ১০ টাকা কমেছে।
rocky/sat