রাস্তায় রিচার্জ হবে বিদ্যুৎ চালিত গাড়ি

প্রকাশিত: ০২-০৬-২০২৩ ১৫:৪২

আপডেট: ০২-০৬-২০২৩ ১৫:৪২

আ্ন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে নির্মিত হচ্ছে এমন রাস্তা যেখানে বিদ্যুৎ চালিত গাড়ি চলার সময়েই রিচার্জ হবে। ২০৪৫ সালের মধ্যে দেশটিতে ৩ হাজার কিলোমিটার দীর্ঘ এমন রাস্তা নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে সুইডেন সরকার। তবে, ২০২৫ সালের মধ্যে ৪৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। এরআগে, ২০১৮ সালে চলন্ত গাড়িকে রিচার্জ করতে সক্ষম একটি স্বল্পদৈর্ঘ্যরে রাস্তা পরীক্ষামূলকভাবে স্থাপন করেছিলো দেশটি। 

প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে বাড়ছে বিদ্যুৎ চালিত যান তৈরির হার। আর সেই বিদ্যুৎ চালিত গাড়ি চলার জন্য এবার সুইডেনে তৈরি করা হচ্ছে এমন রাস্তা যেখানে চলতে চলতেই রিচার্জ করা যাবে যানবাহন। এমন উদ্যোগ বিশ্বে প্রথম। 

২০৪৫ সালের মধ্যে দেশটিতে ৩ হাজার কিলোমিটার দীর্ঘ এমন রাস্তা নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে সুইডেন সরকার। তবে, দুই বছরের মধ্যেই ৪৫ কিলোমিটার নির্মাণ করা হবে। 

স¤প্রতি ইউরোপীয় ইউনিয়ন নতুন একটি আইন পাস করে। এই আইনে বলা হয়, ২০৩৫ সাল থেকে গাড়ির কার্বন নিঃসরণের হার শূন্য হতে হবে। ফলে ইউরোপীয় দেশগুলো জীবাশ্ম জ্বালানি-মুক্ত যানবাহনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করতে কাজ করছে। এরই ধারবাহিকতায় একধাপ এগিয়ে গেলো সুইডেন। 

চলন্ত অবস্থাতেই যানবাহনকে রিচার্জ করতে সক্ষম রাস্তাটির নাম ইউরোপীয় রুট ই-টুয়েন্টি। এটি দেশের তিনটি প্রধান শহর স্টকহোম, গোথেনবার্গ এবং মালমোর মাঝখানে অবস্থিত হলসবার্গ এবং ওরেব্রোকে সংযুক্ত করবে।

ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলিও এখন এই ধরণের রাস্তা তৈরীর দিকে ঝুঁকছে।

 

 

AAJ/shimul