দেশের সব মানুষের জন্যই বাজেট : অর্থমন্ত্রী

প্রকাশিত: ০২-০৬-২০২৩ ১৭:০১

আপডেট: ০২-০৬-২০২৩ ২১:০৫

নিজস্ব প্রতিবেদক: দেশের সব মানুষের কথা বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আইএমএফ’ এর শর্ত মেনে বাজেট করা হয়নি, পুরো বাজেটই গরীবের জন্য উপহার। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। মূলস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, এব্যাপারে সরকারও চিন্তিত, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এসময় অর্থমন্ত্রী বলেন, বাজেট আগেও বাস্তবায়ন করা হয়েছে, এবারও হবে। 

পহেলা জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার  রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণলয়ের উদ্যোগে আয়োজন করা হয় বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের। 

এসময় এবারের বাজেটকে গরীব মানুষের জন্য উপহার হিসেবে উলে­খ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি নির্বাচনী বাজেট কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজেট এবং নির্বাচন দুটোই দেশের মানুষের জন্য। পারস্পরিক সম্পর্ক থাকাই স্বাভাবিক। তবে আইএমএফ’র শর্ত মেনে এ বাজেট প্রণয়ন হয়নি বলে জানান তিনি। দেশের সব ধরনের মানুষের কথা বিবেচনায় নিয়ে বাজেট করা হয়েছে। 

মূল্যস্ফীতির প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ে শংকা কাটেনি। বাজারে পন্যের সরবরাহ বাড়ানোর পাশাপাশি নানামুখী পদক্ষেপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।   

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগের চার বাজেটে দেয়া প্রতিশ্র“তি তিনি বাস্তবায়ন করেছেন। এবারও করবেন। 

ব্রিফিংয়ে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও বলেন, অন্যান্য বারের মতো এবারের প্রস্তাবিত বাজেটও গরীববান্ধব। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে মানুষকে স্বস্তি দিতে বাজেট বাস্তবায়ন করা হবে। 

সংবাদ সম্মেলনে বলা হয়, এই মুহূর্তে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে ৫ মাসের চাহিদা মেটানো যাবে। তবে রিজার্ভ আগামী কয়েক মাসে আরও বাড়বে। 

KNR/shimul