টাঙ্গাইল সংবাদদাতা: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, প্রস্তাবিত বাজেটে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। আজ (শুক্রবার) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রাণী ভবানী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে গিয়ে তিনি একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, এই বাজেট বাস্তব সম্মত। গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন করার বিষয়টি গুরুত্ব পেয়েছে বাজেটে। অতিতের মতো এবারও বাজেট বাস্তবায়নে সরকার সফল হবে বলে জানান কৃষিমন্ত্রী।
এসময় মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র সিদ্দিক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক পৌর মেয়র মাসুদ পারভেজসহ আরো অনেকে।
Nishat/shimul