বগুড়ায় বাড়ি ভাঙার সময় ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ০২-০৬-২০২৩ ২০:১৮

আপডেট: ০২-০৬-২০২৩ ২০:১৮

বগুড়া সংবাদদাতা: বগুড়ায় পরিত্যক্ত একটি বাড়িতে ককটেল জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এ সময় ওই বাড়িতে কর্মরত বাছেদ নামে এক রাজমিস্ত্রি আহত হয়েছেন। শুক্রবার (দোসরা মে) সকাল সাড়ে ৯টার দিকে শহরের সূত্রাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার পিপিএম জানায়, সেলিনা আক্তার নামের এক নারী পৈত্রিক সূত্রে এই বাড়িটি পেয়েছেন। সেখানে নতুন বিল্ডিং নির্মাণের জন্য টিনশেড বাড়িটি ভাঙার চুক্তি দিয়েছেন। শুক্রবার সকালে কাজ শুরু করার পর বাড়ির টিন খোলার সময় ককটেল সাদৃশ্য একটি বস্তুর বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে কর্মরত রাজমিস্ত্রি বাছেদ আহত হন।

তিনি আরো জানান, বিস্ফোরিত বস্তুটি ককটেল বলে ধারণা করা হচ্ছে। অবিস্ফোরিত আরো দুইটি ককটেল সদৃশ্য বস্তু রয়েছে। আপাতত ওই বাড়িতে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

 

Nishat/shimul