দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরে পুকুরে ডুবে দুই ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (দোসরা জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাইনগর চুনিয়াপাড়ায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- ভবাইনগর চুনিয়াপাড়ার উজ্জ্বল দেবনাথের স্ত্রী অষ্টমী বালা (২৮) ও তাদের দুই ছেলে গৌতম দেবনাথ (৮) এবং প্রীতম দেবনাথ (৩)।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বাড়ীর পাশের পুকুরে মা অষ্টমী বালা দেবনাথসহ তিনজনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। এরপর স্থানীয়রা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা-বিকেলের কোন এক সময় দুই সন্তানকে নিয়ে পুকুরে গোসল করতে যায় গৃহবধু অষ্টমী বালা। এরপর দুই সন্তান পুকুরের গভীর পানিতে তলিয়ে যাওয়ায় তাদের উদ্ধার করতেই প্রাণ গেছে মা’সহ তিনজনের। স্থানীয়রা আরও জানায়, কয়েক মাস আগে পুকুরটি খনন করা হয়েছিলো। ফলে পুকুরে এখন অনেক গভীর পানি রয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম জানান, উদ্ধারকৃত ৩টি মরদেহের সুরতহাল করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Priyonty/shimul