নিজস্ব প্রতিবেদক: সব ধরনের সামাজিক সম্পর্ককে ভিন্নভাবে ভাববার আভাস দিয়ে সাজানো হয়েছে শিল্পী তাসাদ্দুক হোসেন দুলুর ‘লালসার উপাখ্যান’ শিরোনামের একক চিত্র প্রদর্শনী। শুক্রবার বিকেলে রাজধানীর লালমাটিয়ার কলা কেন্দ্রে এই একক প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
শিল্পী তাসাদ্দুক হোসেন দুলু জানান, প্রত্যেকটি শিল্পকর্মে ভোগের প্রতি মানুষের গভীর আকাঙ্খার ইঙ্গিত দিয়েছেন তিনি।
প্রদর্শনীতে ৭০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। মানব দেহকে রূপক হিসেবে ব্যবহার করে সমাজের বিভিন্ন সঙ্গতি-অসঙ্গতি তুলে ধরা শিল্পী তাসাদ্দুক হোসেন দুলুর শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করে কলা কেন্দ্র।
শিল্পী তাঁর তুলিতে আঁকা চিত্রকর্মে ভোক্তা সংস্কৃতির অধঃপতিত রূপ তুলে ধরেছেন।
সমসাময়িক বিষয় নিয়ে শিল্পী তাঁর গভীর ভাবনার ভিন্নতায় আঁকা ছবিতে ব্যাঙ্গাতœক দৃষ্টিকোন থেকে সকলের জন্য উপস্থাপন করেছেন গুরুত্বপূর্ণ বার্তা ।
শুক্রবার বিকেলে রাজধানীর লালমাটিয়ার কলা কেন্দ্রে উদ্বোধন হওয়া ‘লালসার উপাখ্যান’ শিরোনামের এই চিত্র প্রদর্শনী চলবে আগামী ৩০ শে জুন পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে সবার জন্য।
Zubayer/Bodiar