চট্টগ্রাম সংবাদদাতা: দেশ বিদেশের নয়জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে চট্টগ্রামে আয়োজন করা হয় বিশেষ ভাস্কর্য প্রদর্শনীর। হাটহাজারীর ফতেয়াবাদে ভাস্কর্য কেন্দ্র দিনব্যাপী ‘দাঁড়’ শিরোনামের এই প্রদর্শনীর আয়োজন করে।
স্থপতি আর ভাস্করের মধ্যে শিল্পের মেলবন্ধন ঘটিয়ে শিল্পের নতুন এক সম্ভাবনার দুয়ার খুলতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা।
স্থাপত্য ও ভাস্কর্য যেনো একই সুতোয় গাঁথা। এই দুক্ষেত্রেই শিল্পী তাদের মনের গহীনের শিল্পভাবনাকে বাস্তবে রূপ দান করেন। ফুটিয়ে তোলেন শিল্পের অনিন্দ্য সুন্দর ধারা। তাদের সৃষ্টির মাধ্যমে সমাজকে দেখান এক ভিন্ন সৌন্দর্য।
শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীতে নিভৃত গ্রামে শিল্পী অলক রায়ের শিল্পচর্চার আঁতুড়ঘরে এই ব্যতিক্রমী প্রদর্শনী হয়েছে। নয়জন ভাস্কর ও স্থপতির পারস্পরিক শিল্পভাবনার আদান-প্রদানের ফল এই প্রদর্শনী।
এই আয়োজনের মধ্যদিয়ে শিল্পের নতুন এক সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করেন চট্টগ্রাম ভাস্কর্য কেন্দ্রের চেয়ারম্যান অলক রায়।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী নয় শিল্পীর মধ্যে দুই বিদেশির একজন সংযুক্ত আরব-আমিরাতের এবং আরেকজন এসেছেন ভারত থেকে।
AR/Bodiar