রাজবাড়ী সংবাদাতা : রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালচাঁন শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। পেশায় তিনি একজন রিকশাচালক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদ শেখ বলেন, সন্ধ্যায় নিজ ঘরের বারান্দায় বৈদ্যুতিক বাল্বের হোল্ডার লাগাতে যান লাল চাঁন। এসময় বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Prottay/Bodiar