রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীতে পুুকুরে ডুবে মাহাদী হাসান (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকায় নানা এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, মাহাদী হাসান এসএসসি পরীক্ষা শেষ করে রাজবাড়ীতে তার নানাবাড়ী বেড়াতে এসেছিল। বেলা সাড়ে ১১ টার দিকে নানা আরশাদ আলীর সাথে পুুকুরে গোসল করতে গিয়ে মাঝ পুকুরে ডুবে যায় সে। পরে রাজবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিন্তু তাদের ডুবুরি টিম না থাকায় মানিকগঞ্জে জেলা থেকে একটি ডুবুরি টিম এসে মৃত অবস্থায় মাহাদীকে উদ্ধার করে। সে রাজশাহী জেলা সদরের মো. জনির ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান।
Prottay/Bodiar