বাজারে আসছে চাঁপাইনবাবগঞ্জের আম

প্রকাশিত: ০৩-০৬-২০২৩ ০৮:৫২

আপডেট: ০৩-০৬-২০২৩ ০৯:৩০

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: আম পাড়া ও বাজারজাত করার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিক ও ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এ বছর আমের ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কিত চাষীরা। আম পরিবহন ও উপযুক্ত বাজার ব্যবস্থাপনায় চাষীদের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। 

গাছে গাছে থোকায় থোকায় দুলছে গোপালভোগ, ক্ষিরসাপাত, ল্যাংড়া, ফজলিসহ নানা জাতের আম। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোর এমন দৃশ্য নজর কাড়বে সবার। এরইমধ্যে আগাম জাতের গুটি ও গোপালভোগ আম নামানো শুরু করেছেন চাষীরা। শিগগিরই পুরোদমে শুরু হবে এসব আমের বেচাকেনা। 

আম চাষীরা জানালেন, আমের বাজার ও আড়তগুলোতে চলছে বেচাকেনার প্রস্তুতি। এবছর আমের উৎপাদন খরচ গত বছরের তুলনায় দ্বিগুণ। 

আম শিল্পের উন্নয়ন ও নায্যমূল্য নিশ্চিতে উপযুক্ত বাজার ব্যবস্থাপনার পাশাপাশি বিদেশে রপ্তানি, আমের প্রক্রিয়াজাতকরণ এবং সরকারের নীতি-নির্ধারণী ফোরামে স্থানীয় আম সংশ্লিষ্টদের রাখার দাবি উদ্যোক্তা সংগঠনের নেতাদের। 

এদিকে, আম পরিবহন, বাজার ব্যবস্থাপনা ও নায্যমূল্য নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসন। 

চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৩৮ হাজার হেক্টর জমির বাগান থেকে ৪ লাখ ২৫ হাজার মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

 

lamia/sat