নিজস্ব প্রতিবেদক: তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত হলেও খুব শিগগিরই মিলছে না স্বস্তি। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গরম থাকবে আরও কিছুদিন। মে মাসে বৃষ্টিপাত কম হওয়ায় বেড়েছে এই অসহনীয় তাপমাত্রা। এদিকে, বঙ্গোপসাগরে চলতি মাসের সাত বা আট তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তীতে যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বাতাসে জলীয় বাস্প কম থাকায় গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম অনুভূত হচ্ছে। অস্বস্তিকর গরম আর বৃষ্টি না হওয়ায় কষ্ট বাড়ছে মানুষের। সবচেয়ে বেশি কষ্টে খেটে খাওয়া শ্রমিকরা।
মে মাসে বৃষ্টির তেমন দেখা না পেলেও, জুনের প্রথম সপ্তাহে বৃষ্টির অপেক্ষায় ছিল নগরবাসী। কিন্তু শনিবার আবহাওয়া অফিস বৃষ্টি আর তীব্র গরম নিয়ে দুঃসংবাদই জানিয়েছে। আবহাওয়া পূর্বাভাস বলছে, শিগগিরই মিলছে না স্বস্তির বৃষ্টি। আগামী কিছুদিনের মধ্যে তাপমাত্রা কমারও সম্ভাবনা নেই।
এদিকে বঙ্গোপসাগরে এ মাসের সাত থেকে আট তারিখের দিকে নিম্নচাপ তৈরি হতে পারে। এরপর তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এর আগে চলতি মাসের শুরুতে সারাদেশে তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছিল আবহওয়া অধিদপ্তর।
FR/sat