মিতু হত্যা মামলার আসামি কালু গ্রেফতার

প্রকাশিত: ০৩-০৬-২০২৩ ১০:৫৭

আপডেট: ০৩-০৬-২০২৩ ১০:৫৭

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি কালুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করে পিবিআই। আজ (শনিবার) বৈশাখী টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা। 

নাঈমা সুলতানা জানান, নগরীর বিশ্ব কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে সে ছদ্মবেশে দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিলো। কিলিং মিশনে সে আরেক আসামি মূসার সঙ্গে ছিলো। মোটরসাইকেল থেকে সে মিতুকে লক্ষ্য করে গুলি করে।

 উল্লেখ্য, ২০১৬ সালের ৫ই জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে, গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। তখন এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর চট্টগ্রামে ফিরে বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয়দের অভিযুক্ত উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে, স্ত্রী হত্যাকাণ্ডে বাবুল আক্তার জড়িত বলে প্রমাণ পায় পিবিআই।

২০২১ সালের ১২ই মে আগের মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয়। একই দিন বাবুল আক্তারকে প্রধান অভিযুক্ত উল্লেখ করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলা দায়ের করেন মিতুর বাবা, সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। সেদিনই এই মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই। সেই থেকে কারাগারে রয়েছেন বাবুল।

 

Mustafiz/sat