নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া কিশোরের নাম পরিচয় জানা যায়নি। আজ (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, সম্ভবত গোসল করার উদ্দেশ্যে ওই কিশোর লেকের পানিতে নেমেছিল। লেকের পাড়ে তার স্যান্ডেল এবং শার্ট পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। সিআইডির ক্রাইম সিনের সহযোগিতায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।
afroza/sat